সর্বশেষ

39.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এবার হাতে পেন্সিল রেখে অন্তু গিনেস রেকর্ড গড়লো

টপ নিউজ ডেস্কঃ এবার এক মিনিটে হাতের পিঠে ১০০ এবং ৩০ সেকেন্ডে ৬৫টি পেন্সিল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল দশম শ্রেণির ছাত্র নাফিস ইসতে তওফিক অন্তু নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ।

এর আগে সে দ্রুততম সময়ে ১০টি মাস্ক পরে ও হাতের স্পর্শ ছাড়াই গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড গড়ে কলা খেয়ে ।

নাফিস ইসতে তওফিক অন্তু ইউনূছ আলীর বড় ছেলে উপজেলার নীলকুঞ্জ আবাসিক এলাকার ।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন হাতে পেন্সিল রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম। তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ২০১৯-২০ সেশনের । কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নিরারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে তিনি ।

৩০ সেকেন্ডে হাতের পিঠে সর্বোচ্চ ৫০টি পেন্সিল ব্যালান্স করে তিনি এই রেকর্ডের মালিক হয়েছিলেন । কিন্তু বর্তমানে সেই রেকর্ড ভেঙে নীলফামারীর অন্তু নতুন রেকর্ড গড়ল । সে এক মিনিটে হাতের পিঠে ১০০ এবং ৩০ সেকেন্ডে ৬৫টি পেন্সিল রেখে নাম লেখালেন গিনেস বুকে ।
সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles