সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া গান্ধী

টপ নিউজ ডেস্কঃ ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে তথ্য জানানো হয় তার করোনা পজিটিভ হওয়ার।

এদিকে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ভারতের গান্ধী পরিবারের জ্যেষ্ঠ এই সদস্য আইসোলেশনে রয়েছেন । ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

সিনিয়র কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে জানান, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পজিটিভ হয়েছেন কোভিড-১৯ পরীক্ষায়। তার হালকা জ্বর এবং রয়েছে কিছু উপসর্গ । ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তিনি নিজেকে রেখেছেন আইসোলেশনে এবং তাকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা ।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে । আগামী ৮ জুন সেখানে কথা ছিল তার হাজিরা দেওয়ার । কিন্তু তার আগেই সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles