সর্বশেষ

34.1 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

গাজার হাসপাতালে হামলার পর জরুরি বৈঠক নিরাপত্তা পরিষদের

টপ নিউজ ডেস্কঃ জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার ঘটনায়। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার (১৮ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক হবে।

ওই মুখপাত্র জানিয়েছেন, এ বৈঠকের মূল উদ্দেশ্য গাজার সর্বশেষ পরিস্থিতিকে আমলে নিয়ে করণীয় নির্ধারণই।

প্রসঙ্গত, গত সোমবার গাজায় যুদ্ধবিরতি, অবরোধ তুলে নেওয়া, মানবিক সহায়তা করিডোর ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য ‘সেফ প্যাসেজ’ গঠন— প্রভৃতি পয়েন্ট সম্বলিত নিরাপত্তা পরিষদের বৈঠকে একটি প্রস্তাব ভোটের জন্য উত্থাপন করেছিল রাশিয়া। ঘটনাচক্রে সেই দিনই ইসরায়েলি বাহিনী গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, এই হামলায় শিশু-নারী-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালটিতে হামলার সময় চিকিৎসাধীন ছিলেন কয়েক হাজার মানুষ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles