সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

গিনেস বুকে জবির অংকন

টপ নিউজ ডেস্ক: ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লেখালেন। দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার দাঁড় করিয়ে তিনি এ রেকর্ড করেন।

বুধবার (২৩ আগস্ট) এ তথ্য জানা যায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে। এ বিষয়ে গিনেজ বুক থেকে অংকনকে একটি ইমেইল করেও বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এর আগে এক মালয়েশিয়ান নাগরিকেরস একই বিষয়ের রেকর্ডটি ছিল। যিনি এ রেকর্ডটি দখলে রেখেছিলেন ৩.৬৪ সেকেন্ডে। গত ১৭ মে তিনি নতুন এ রেকর্ড করলে ই-মেইলে তাকে ২৩ আগস্ট বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।

এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে অংকন জানায়, মহান রবের সব প্রশংসা। আমার অনুভূতি আপাতত শব্দে প্রকাশ করার মতো না এবং আমি অনেক অনেক খুশি। আমার সময় ও শ্রম সার্থক হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর।

প্রসঙ্গত, গত চার বছরে অংকনের চারটি উপন্যাস প্রকাশ হয়েছে। যেগুলো- শূন্য ঠিকানা (২০২০), খোঁপার বাঁধন (২০২১), দখিনা চিঠি (২০২২), হাওয়া (২০২৩)।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles