সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

টানা চতুর্থবারের মতো শিরোপা বাংলাদেশের

টপ নিউজ ডেস্কঃ এএইচএফ কাপ হকির ফাইনালে ওমানকে টাইব্রেকারে ৬-৪ গোল ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতলো ঘরে তুললো বাংলাদেশ। রবিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

রবিবার ম্যাচের শুরুতেই সোহানুর রহমান সবুজের নিখুঁত ড্র্যাগ ফ্লিকে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে লিড ধরে রাখতে পারেনি সারোয়ার হোসেনরা, দ্বিতীয় কোয়ার্টারেই ওমান সমতায় আসে।

এরপর শুরু হয় রোমাঞ্চকর ট্রাইব্রেকার। হকির পেনাল্টি শুট আউটটা হয় একটু ভিন্ন নিয়মে, অ্যাটাকারকে মাঝমাঠ থেকে বল নিয়ে আট সেকেন্ডের মধ্যে গোল করতে হয়। প্রথম তিনশটে দুইদলই গোল করেন। এরপর চতুর্থ শটে বাংলাদেশের নাইম গোল করতে পারলেও ওমানের অ্যাটাকার গোল করতে পারেননি। এরপর পঞ্চম শটে মিমো গোল করলেই ইন্দোনেশিয়ার জাকার্তার হকি কমপ্লেক্সে বাংলাদেশের উৎসব শুরু হয়। 

ফলে এই টুর্নামেন্টটিতে টানা চতুর্থবার শিরোপা জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। যার মধ্যে তিনবারই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওমান।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles