সর্বশেষ

33 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড

টপ নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে দুইবার শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আজ রবিবার (১৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টস হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে শান মাসুদ ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অধিনায়ক বাবর আজম ফেরেন ২৮ বলে ৩২ রান করে এবং শাদাব খান ১৪ বলে ২০ রান করেন।

অন্যদিকে, ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। বেন স্টোকস  ৪৮ বলে অপরাজিত ৫১ রান করে দলকে জয়ের দ্বারে নিয়ে যান। এছাড়া অধিনায়ক জস বাটলার করেন ১৭ বলে ২৬ রান।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles