সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সিডনি বন্দরে কোভিড আক্রান্ত ৮০০ যাত্রী

টপ নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও । অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করেছে একটি জাহাজ, যার কোভিড আক্রান্ত ৮০০ যাত্রী ।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে । জারি করা হয়েছে কড়া কোভিড বিধিনিষেধ। কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে জাহাজটি সিডনি বন্দরে ভিড়েছে ।

ওই জাহাজের ৮০০ যাত্রীর পজিটিভ এসেছে কোভিড রিপোর্ট । নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এর ফলে শুধু সিডনি নয়, সারা অস্ট্রেলিয়াতে আবারও কোভিড ছড়াতে পারে । ২০২০ সালেও একই ঘটনা সিডনিতে ঘটেছিল । রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরী সিডনি বন্দরে নোঙর করে । ওই প্রমোদতরীতেও সংক্রামিত হয়েছিলেন বহু যাত্রী ।

তার জেরে গোটা নিউ সাউথ ওয়েলসে আক্রান্ত হন ৯১৪ জন। ২৮ জনের মৃত্যু হয়। পরে তদন্তে সে কথা জানা গিয়েছিল ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles