সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নয়াপল্টন ‘ক্রাইম জোন’, প্রবেশ নিষেধ সাংবাদিকদেরও

টপ নিউজ ডেস্কঃ পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে।

বিএনপির কোনো নেতাকর্মীকে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তালা দেওয়া হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে। ফিরিয়ে দেওয়া হয়েছে নাইটেঙ্গেল মোড় থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল থেকে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও দুপুর থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে নয়াপল্টন এলাকাকে। এ জন্য প্রবেশ করতে দেওয়া হবে না কাউকে।

এমনকি সাংবাদিকদের আটকে দেওয়া হচ্ছে নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দেওয়া ব্যারিকেডের সামনেই।

এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, ‘আমার কথা বলা শেষ হলে বাইরে চলে যাবেন সাংবাদিকেরা। বাইরে যেখানে আপনাদের কমফোর্ট হয়, দাঁড়ানোর ব্যবস্থা সেখানেই করব। এখনো আমাদের অভিযান শেষ হয়নি।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles