সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ন্যাম সম্মেলন : ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশ্বের সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং শান্তির সংস্কৃতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় দিন স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা এবং তাদের বিচার দাবি করেন। সেইসাথে তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ও সমর্থন করতে সব ধরনের চেষ্টার আহ্বান জানিয়েছেন।

এছাড়া রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানান।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles