সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আজ থেকে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

টপ নিউজ ডেস্ক: দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো আজ। ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ১২৩টি স্বাধীন চলচ্চিত্র; ৭১টি বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে।

এবার রেইনবো চলচ্চিত্র সংসদ ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ফিল্মস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র, শিশুতোষ সিনেমা, উইমেন্স ফিল্ম সেশন বিভাগে প্রতিদিনই একাধিক সিনেমা প্রদর্শিত হবে।

উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ঢাকার অভিনেত্রী জয়া আহসান অভিনীত ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ‘ফেরেশতে’, এরপর বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শিত হবে।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles