সর্বশেষ

37.6 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে পাস করেছে ৫৮ জন

টপ নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফলাফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

সোমবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এতে ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। সোমবার যাচাই-বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনঃনিরীক্ষণে ৩৫৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫৮ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। এদের মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মূলত নম্বর যোগ করতে ভুল হওয়ায় এসব ফল পরিবর্তন এসেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles