সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পুরস্কার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন ড. ইউনূস : শিক্ষামন্ত্রী

টপ নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অভিযোগ করেছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্কোর নামে প্রচার করে ইসরায়েলি ভাস্করের দেওয়া পুরস্কার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করছেন।

বুধবার তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। মহিবুল হাসান বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে পদাধিকার বলে আমি বাংলাদেশ ন্যাশনাল ফর কমিশন ফর ইউনেস্কোর চেয়ারম্যান।

আমার সাথে উপস্থিত আছেন বিএনসিইউয়ের ডেপুটি সেক্রেটারি জুবাইদাও। আমাদের দৃষ্টিগোচর হয়েছে কিছুদিন আগে একটি প্রকাশিত সংবাদ। সেটি হচ্ছে, প্রচার করা হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে। এ বিষয়টি নিয়ে আমরা ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা নিশ্চিত করেছেন, ইউনেস্কো কোনো সম্মাননা দেননি ড. মুহাম্মদ ইউনূসকে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles