সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সরকার কারও ব্যক্তিগত স্বার্থে কোন প্রকল্পের অনুমোদন দিচ্ছে না: পরিকল্পনামন্ত্রী

টপ নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন, সরকার চায় যথাসময়ে সব প্রকল্প শেষ করতে। তবে প্রকল্পের মেয়াদ বাড়াতে হয় পারিপার্শ্বিক অনেক কারনেই। সরকার কারও ব্যক্তিগত স্বার্থে কোন প্রকল্পের অনুমোদন দিচ্ছে না। বৃহস্পতিবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।

সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন। সরকারপ্রধান শেষের দিকে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অর্থ ছাড়েরও নির্দেশনা দেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরই বাড়ানো হচ্ছে প্রকল্পের সংখ্যা ও মেয়াদ। চলতি মেয়াদের সরকারের দ্বিতীয় একনেক সভায় অনুমোদন দেয়া হয় ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকার ১১টি প্রকল্পের। যাতে ৭ হাজার ৯৩৯মকোটি ৮৭ লাখ টাকা সরকারি অর্থায়ন। আর ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা বিদেশি অর্থায়ন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles