সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

প্রতিযোগিতা করে ধান কেনা যাবে না: খাদ্যমন্ত্রী

টপ নিউজ ডেস্ক : আজ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেছেন, বাজারে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে। যদি ক্যাপাসিটির বেশি অবৈধ মজুত করে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ৬টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কর্পোরেট প্রতিষ্ঠান মূলত ভ্যালু অ্যাড করে বাজারে পণ্য বিক্রি করে। আর সে কারণে তারা বেশি দামে বাজার থেকে ধান ক্রয়ে  ব্যস্ত হয়ে পড়ে। জানা যায়, বাজার থেকে অল্প পরিমাণ ধান কিনলেও তার প্রভাব কিন্তু পড়ে খুব বেশি। দেখা যায়,  তখন অন্যরাও বেশি দামে ধান কিনতে বাধ্য হয়। এটা বাজারের জন্য অশুভ বলে মনে  করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ব্রান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে যেটাতে এমআরপি লেখা থাকে কিন্তু  আমরা চাই পাশাপাশি মিলগেটের দামটাও লেখা থাক। বস্তায় যদি মিল গেটের দাম লেখা তাহলে হঠাৎ করে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না।

খাদ্য সচিব ইসমাইল হোসেন জানান প্রতিযোগিতামূলকভাবে বাজারে কেউ ধান অবৈধ মজুত করছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ ক্যাপাসিটির বাইরে গিয়ে ধান মজুত করার চেষ্টা করলে প্রয়োজনে মজুত আমরা ক্যাপাসিটি রিভিউ করব।

সম্পাদনায় : আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles