সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা

টপ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করেছেন  দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। আজ রোববার দুপুরে সেখানে পৌঁছান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এ সময় ঘুরে দেখেন কারখানার বিভিন্ন অংশ এবং অংশগ্রহণ করেন ফটোসেশনে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উদ্বোধন শেষে শেখ হাসিনা সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেন নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়েছিলেন সবশেষ ২০০৪ সালের ২২ এপ্রিল।

উল্লেখ্য, এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় । বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায়।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles