সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ফাইনালে গোল করে বিশ্বকাপ জেতালেন স্পেনকে, ম্যাচের পর জানলেন বাবা মারা গেছেন

টপ নিউজ ডেস্ক: তাঁর গোলে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে স্পেন প্রথমবার ফিফা নারী বিশ্বকাপ জিতেছে। তিনি চ্যাম্পিয়ন এই দলের অধিনায়কও। স্বাভাবিকভাবেই ওলগা কারমোনা দলের উৎসবের মধ্যমণি ছিলেন। কিন্তু  জীবনের সবচেয়ে সুখের দিনটিই সবচেয়ে বেদনার দিনও হয়ে উঠল ২৩ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের।

 বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস-উচ্ছ্বাস শেষে শুনতে পান কারমোনা, তাঁর বাবা মারা গেছেন। কারমোনার বাবার মৃত্যুর খবর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে।

তবে বিবৃতিতে কিছু বলা হয়নি মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে।

গতকাল সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে। ২৯তম মিনিটে অধিনায়ক কারমোনা ম্যাচের একমাত্র গোলটি করেন। এই গোলের উদ্‌যাপনে  ‘মার্চি’ নামের একজনের নাম দেখান জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্টে কারমোনা। ফাইনালের পর তিনি জানান, সম্প্রতি মারা গেছেন তাঁর এক বন্ধুর মা। সেই বন্ধুকে ‘ট্রিবিউট’ দিয়েছেন বিশ্বকাপ ফাইনালের গোলটি।

তবে ট্রফি নিয়ে উদ্‌যাপন শেষে সবচেয়ে বড় মৃত্যুসংবাদটি কারমোনা শুনতে পান। তাঁকে জানানো হয়, মারা গেছেন স্পেনে থাকা তাঁর বাবা।

সম্পাাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles