সর্বশেষ

30.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ইতিহাসের এই দিনে: হারিয়ে যায় ‘মোনালিসা’

টপ নিউজ ডেস্ক: বিশ্বে প্রতিদিন ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। অনেক কিছুর ঘটে উদ্ভাবন-উন্মোচনএবং জন্ম ও মৃত্যু হয় অনেকের। সব ঘটনা আমরা মনে রাখি না,তবে কিছু বিষয় মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে, কিছু ঘটনা উঠে যায় ইতিহাসের পাতায়।

আজ ২১ আগস্ট। মোনালিসা—অনন্য শিল্পকর্ম বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির। বিশ্বজোড়া এর খ্যাতি। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরের শিল্পকর্মটি সংরক্ষিত আছে।

তবে ১৯১১ সালের ২১  আগস্ট মোনালিসা চুরি হয়ে যায় লুভর থেকে। এই ঘটনার পেছনে দায়ী করা হয় স্পেনের আরেক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে। কেননা, ওই সময় পিকাসো লুভর থেকে চুরি হওয়া বেশ কিছু শিল্পকর্ম কিনেছিলেন। পরে অবশ্য সন্ধান মেলে মোনালিসার।  শিল্পকর্মটি ফেরে লুভরে। পিকাসো মুক্তি পান অভিযোগ থেকে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles