সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ফোর্স দিতে পারলে সমাবেশের অনুমতি দুই দলকে, নইলে নয় : ডিএমপি কমিশনার

টপ নিউজ ডেস্ক: পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিআইপি চলাচল নিশ্চিত শেষে পর্যাপ্ত ফোর্স না থাকলে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে না আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলকেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান তাজিয়া মিছিলের কারণে হুমকি থাকতে পারে নিরাপত্তার, সেটিও গুরুত্বপূর্ণ। এছাড়া শুক্রবার আছে দুটি ভিভিআইপি মুভমেন্ট। এক নয় সব সরকারি ছুটির দিন। আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, যদি পর্যাপ্ত ফোর্স থাকে ডিএমপির নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে অনুমতি দেওয়া হবে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের, অন্যথায় নয়।’

খন্দকার গোলাম ফারুক এক প্রশ্নের জবাবে বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে তল্লাশি করা হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া গ্রেফতার করা হচ্ছে না কাউকে।

সম্পাদনায়: শাহনাজ শাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles