সর্বশেষ

29.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় দেশের মানুষকে শোষণ করতে : আইনমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্যই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন । তিনি বলেছেন, পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা জাতির পিতার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। তারা চেয়েছিল দেশকে ভিক্ষুক হিসেবে বিশ্ব দরবারে চিহ্নিত করতে । তবে সফল হয়নি তাদের সেই স্বপ্ন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার আল-বদরদের গাড়িতে পতাকা ওড়ানোর বিএনপি অধিকার দিয়েছিল । বঙ্গবন্ধু দেশের মানুষকে মনে-প্রাণে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ছেন । দেশ আজ উন্নয়নের রোল মডেল তার হাত ধরে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles