সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বন্ধ হলো পবিত্র মক্কা নগরীর জমজম কূপের পানি

টপ নিউজ ডেস্কঃ পবিত্র মক্কা নগরীর জমজম কূপের পানি রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়েচড়ে বসেছে । সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, আপাতত এই পানি বিক্রি করা যাবে না।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মতামত চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এই কথা তিনি বলেন।

ভোক্তা অধিদফতরের ডিজি বলেন, ‘আমার মতে, অবৈধভাবে বিক্রি হচ্ছে জমজমের পানি এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন যে, কী করা যায় এ বিষয়ে । তারপর আমরা সিদ্ধান্ত নেবো।

জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, সিলগালা করে দেওয়া হবে প্রতিষ্ঠান ।’

সফিকুজ্জামান বলেন, ‘আমরা মতামত নেব মালিক সমিতি ও ব্যবসায়ীদের লিখিত । তারপর ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো। বিশ্বাসের কথা বলে জমজমের পানি বিক্রি করা যাবে না, জানতে হবে উৎস ।’

ভোক্তা অধিকারের ডিজি বলেন, ‘অনেকে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে জমজমের পানি । এসব নেওয়া হবে পেজ নজরদারিতে । বিটিআরসির মাধ্যমে এসব পেজ নেওয়া হবে বন্ধ করার উদ্যোগ ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles