সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় জিম্মি যারা

টপ নিউজ ডেস্ক: ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা। সেখানে জিম্মি আছেন মোট ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্র।জানা যায়, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুর কবলে পড়ে।

জাহাজে থাকা নাবিক ও ক্রুরা হলেন যথাক্রমে ,জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ সহ চিফ অফিসার আতিক উল্লাহ খান ও সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়াও রয়েছেন থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন ও চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান। আরো আছেন  সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন এবং ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।তাদের ভুক্তভোগী হিসেবে  ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খানসহ  ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ ও ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেনসহ অনেকে রয়েছেন।

কিন্তু এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে জাহাজের নাবিক আসিফুর রহমান ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘সোমালিয়ার জলদস্যুদের হাতে আমরা আক্রমণের শিকার। আমরা সবাই সুস্থ ও নিরাপদে আছি। আমাদের প্রার্থনায় রাখুন।’

কিছুক্ষণ আগে বিকেল ৫টা ৩২ মিনিটে পাঠানো ভয়েস মেসেজে একজন নাবিক বলেন, ‘আমাদের জন্য দোয়া করিও। সোমালিয়ার জলদস্যুরা অ্যাটাক করেছে। অলরেডি আমরা অ্যারেস্টেড। আমাদের এক জায়গায় বন্দি করে রাখছে। মনে হচ্ছে নিয়ে যাবে আমাদের। ওরা বোট উঠিয় ফেলছে অলরেডি।’

এদের মধ্যে একজন ভুক্তভোগী নাবিককে বলতে শোনা যায়, ‌‌‘জলদস্যুরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি আমরা সবাই ব্রিজে আটক আছি।এরপর আমি এখন ওয়াশরুমে এসে আপনাকে ভয়েস দিচ্ছি। ওদের সবার কাছে গান আছে।’

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles