সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

১৪ মাস পর চালু হলো চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র

টপ নিউজ ডেস্ক: ১৪ মাস পর যান্ত্রিক ত্রুটি ও এলসি জটিলতা কাটিয়ে চালু হলো চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে চালু করা হয় বিদ্যুৎকেন্দ্রটি। তবে চালু হলেও প্রথমে শতভাগ উৎপাদন সম্ভব হয়ে উঠছে না গ্যাস সংকটে। বিদ্যুৎকেন্দ্রটির উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ২০২২ সালের ৬ ডিসেম্বর। কর্তৃপক্ষ কয়েকদফা চেষ্টা করেও চালু করতে পারেনি। যদিও চালু হওয়ার কথা ২০২৩ সালের নভেম্বর মাসে। কিন্তু তা সম্ভব হয়নি এলসি সংক্রান্ত জটিলায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৫ এপ্রিল এই বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles