সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশের কাছে তেল বিক্রি করতে চায় রাশিয়া

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের কাছে রাশিয়া জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ (সোমবার) বিপিএমআই আয়োজিত বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ‘রাশিয়ার পক্ষ থেকে আমাদের তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েলের কথা বলছে তারা। আমরা বিবেচনা করে দেখছি সেই প্রস্তাব।’

তিনি আরো বলেন, আমরা জ্বালানি তেলের দামটা স্থিতিশীল রাখতে চাই। বেশি বাড়াতেও চাই না, কমাতেও চাই না। আন্তর্জাতিক বাজারে দাম যতটুকু কমেছে, তাতে এখনই সমন্বয় করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সেই সাথে জনগণের ওপর থেকে জ্বালানি খরচের চাপ কমাতে প্রতিমন্ত্রী মনে করেন, তরল জ্বালানির পরিবর্তে বিদ্যুৎচালিত গণপরিবহন চালু করা উচিত। তিনি আরো বলেন, এখন বৈদ্যুতিক থ্রি হুইলারগুলো চলছে যা জনগণকে খরচের ব্যাপারে স্বস্তি দিচ্ছে। ভবিষ্যতে বৈদ্যুতিক বাসসহ আরো অন্যান্য গণপরিবহন চালানোর উদ্যোগ নিতে হবে।

চাইলে রেল বিভাগ বৈদ্যুতিক ট্রেনও চালু করতে পারে বলে জানান তিনি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles