সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বাজারে চিনির কোনো সঙ্কট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: দেশের বাজারে চিনির কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি আরো বলেছেন, কিছুদিন আগে একটি চিনির গুদামে আগুন লেগেছে। এখন আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এছাড়াও বিভিন্ন মিলের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছে যে পরিমাণ চিনি মজুত আছে, আশা করা যাচ্ছে যে  বাজারে চিনির কোনো সঙ্কট হবে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে এক কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন। টিসিবির সেবাগ্রহণকারী গ্রাহকদের তথ্য আবার নতুন করে যাচাই বাছাই করে ডিজিটাল কার্ড দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, টিসিবির পণ্য কিনতে হলে  গ্রাহকদের অনেক সময় পরিশ্রম দিতে হয়। আর এই ভোগান্তি কমাতে হলে টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেয়া হবে।

তিনি আরো বলেন, বৈশ্বিক বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। এরপরও আমরা সাশ্রয়ীমূল্যে পণ্য বিতরণ করে যাচ্ছি। যেখানে ১৬৩ টাকার তেল দিচ্ছি ১০০ টাকায় আর ১৪০ টাকার চিনি দিচ্ছি ৭০ টাকায়।

আহসানুল হক টিটু জানান, টিসিবির মাধ্যমে এই এক কোটি গ্রাহকের কাছে পণ্য বিক্রিয় করার মাধ্যমে কিন্তু বাজারের চাপটা অনেকটাই কমে যাবে। এর ফলে সাধারণ ভোক্তারাও সহজে কেনাকাটা করতে পারবে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles