সর্বশেষ

39.3 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে

টপ নিউজ ডেস্কঃ ভোটগ্রহণ শুরুর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে জানানো হয়েছে, অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে ভোটের দিন সকালে পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম প্রত্যন্ত এলাকায় ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না। তাই উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসারের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সেসব ভোটকেন্দ্রে কখন পাঠানো হবে তা ঠিক করবেন।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে এবারের ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। এবার মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ ভোটার এবং ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। আর ৮৫২ জন হিজড়া ভোটার রয়েছেন।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles