সর্বশেষ

44.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ভারত বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে চায় অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি: প্রণয় ভার্মা

টপ নিউজ ডেস্ক: প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)  ঢাকায় ‘ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম’ বিষয়ে এক সেমিনারে তিনি বলেছেন এ কথা। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

প্রণয় ভার্মা বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকগুলো ভাগাভাগি করে নিতে আগ্রহী ভারত বাংলাদেশের সঙ্গে।  যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিও। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনখাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার ‘পরবর্তী স্তরে’ উন্নীত করতে পারে মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে।

প্রণয় ভার্মা সেমিনারে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষাশিল্পের অগ্রগতির বিভিন্ন দিক।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles