সর্বশেষ

39.3 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ভিসা প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ৬ মাসের মধ্যে সম্পন্ন করবে

টপ নিউজ ডেস্ক: বাংলাদে‌শি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য মা‌র্কিন যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ছয় মাসের মধ্যে।

রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের স‌ঙ্গে হওয়া বৈঠকে যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব ব‌লেন, আমাদের ছাত্ররা ভিসা পায় না ঠিকমতো। আমাদের যারা চাকরি করে আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশি অরিজিন সমস্যা হয় তাদের ভিসা পেতে। আমরা তুলে ধরেছি সে বিষয়গুলো, তারা বলেছে  বি‌বেচনা করবে।

খুরশেদ আলম ব‌লেন, আগে অনেক সময় লাগত যুক্তরাষ্ট্রের ভিসা দিতে। কম ছিল তাদের লোকবল। ভিসা ইস্যুর সময়টা কমিয়ে এনেছে তারা। তারা ছয় মাসের মধ্যে চেষ্টা করবে ভিসা দিতে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, কনস্যুলার সেবা নিয়ে আলাপ হয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। কোনো আলাপ হয়‌নি ভিসা নীতি নিয়ে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলারের বৈঠক নি‌য়ে মা‌র্কিন দূতাবাস জানায়, তা‌দের আলোচনার অন্যতম বিষয় ছিল আগ্রহ বৃদ্ধি স্টুডেন্ট ভিসার প্রতি, আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা এবং ভিসা সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমাতে প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles