সর্বশেষ

34.1 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

টপ নিউজ ডেস্ক: এবার চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান নোবেল পুরস্কার জিতেছেন। সোমবার (২ অক্টোবর)  সুইডেনের রাজধানী স্টকহোমে করোলিনস্কা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে নোবেলজয়ী হিসেবে ঘোষণা করা হয় যৌথভাবে এই দুইজনের নাম। তাদেরকে এ সম্মানে ভূষিত করা হলো করোনারোধী টিকা আবিস্কারের জন্যে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের তৈরি প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয় মডার্নার কোভিড-১৯ টিকা । মহামারি শুরু আগে তারা তৈরি করেছিলেন এই প্রযুক্তি। পরে তা ছড়িয়ে দেয়া হয় বিশ্বে। তাদের আবিষ্কৃত প্রযুক্তির নাম এমআরএনএ। এই একই প্রযুক্তি ব্যবহার করা হয় ক্যানসারসহ অন্যান্য রোগের চিকিৎসায়। 

চলতি বছর ২ অক্টোবর চিকিৎসায় নতুন বিজয়ীদের নাম ঘোষণা করার মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়েছে। আগামী ছয় দিন একে একে পুরো বিশ্ব থেকে ঘোষণা করা হবে ছয় বিষয়ের পুরস্কার বিজয়ীদের নাম।

৯ অক্টোবর এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে। সাধারণত মোট ছয়টি বিভাগে ছয় দিনে ঘোষণা করা হয় নোবেল বিজয়ীদের নাম। আর নরওয়ের অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয়। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো ঘোষণা করা হয় সুইডেন থেকে।

এক কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার) প্রতিটি পুরস্কারের মূল্য। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর মারা যান আলফ্রেড নোবেল। প্রত্যেক বছরের নোবেল বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেয়া হয় আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে (১০ ডিসেম্বর)।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles