সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মর্গে জায়গা নেই, লাশ ফেলে রাখা হচ্ছে ফুটপাতে

টপ নিউজ ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলে। ভারি বৃষ্টিপাতের কারণে দুটি বাঁধ ভেঙে যাওয়ায় ধারণা করা হচ্ছে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে। এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বেরিয়ে আসছে লাশ একের পর এক। মর্গে জায়গা না হওয়ায় ফেলে রাখা হচ্ছে অনেক লাশ ফুটপাতে। প্লাবিত এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকাজে।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে লিবিয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদলের প্রধান তামের রমাদান এসব কথা বলেন নিখোঁজদের সংখ্যা বর্ণনা দিতে গিয়ে।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে— ধারণা করা হচ্ছে বন্যায় অন্তত পাঁচ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে। নিহতদের মধ্যে অন্তত ১৪৫ জন মিশরীয় বলে জানিয়েছেন লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর টোব্রুকের কর্মকর্তারা।

জরুরি এবং অ্যাম্বুলেন্স পরিষেবার মুখপাত্র ওসামা আলী বলেন, আর পরিচালনাযোগ্য নয় দেরনার হাসপাতালগুলো এবং মর্গগুলো পূর্ণ লাশে। লাশগুলো ফেলে রাখা হয়েছে মর্গের বাইরে ফুটপাতে। উদ্ধারকর্মীরা পচা লাশ উদ্ধারে কাজ করছেন।

ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল সৃষ্টি করেছে লিবিয়ায় বিধ্বংসী বন্যার। এটি ভাসিয়ে নিয়েছে সমগ্র এলাকাকে। উত্তর আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলের একাধিক উপকূলীয় শহরে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles