সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা

টপ নিউজ ডেস্ক: বার্বাডোজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী গত কয়েকমাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এই  বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে।

জাহাজটি এডেন উপসাগরের দক্ষিণপশ্চিমাঞ্চলের ৫৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ঠিক ওই সময় জাহাজের কাছে অপর একটি জাহাজ যায়। জাহাজটির ক্রুরা দাবি করে যে তারা ইয়েমেনের নৌবাহিনীর সদস্য এবং তারা জাহাজটির দিক পরিবর্তনের নির্দেশ দেয়।

আমব্রে ওই জাহাজটির কাছ থেকে অন্যান্য জাহাজকে দূরে থাকার জন্য সতর্কতা বার্তা দিয়েছে। কারণ হিসেবে জানা যায়, হুথিদের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের হামলাকে তারা নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করে নিয়েছে। আর এই হামলার শিকার হওয়ার দোহাই দিয়ে ইয়েমেনের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিগত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয় যুদ্ধ । এরপর থেকেই গাজায় বর্বরতা চালায় ইসরায়েল। আর ওই বর্বরতা থামাতে গিয়ে প্রথমে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা। আর ওই সময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে হুথিদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর থেকেই  দুটি দেশের জাহাজকেও লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হুথিরা।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles