সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পর্যটন ভিসায় আমিরাতে গিয়ে ভিক্ষা করছেন অনেকে

টপ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষা করার প্রবণতা অনেক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে ভিক্ষার জন্য অনেকেই আরব- আমিরাতে আসেন। এরা সবাই  ‘ভুয়া’ ভিক্ষুক। এরা  সাধারণ মানুষের কাছ থেকে  সহানুভূতি আদায়ের চেষ্টায় থাকে। এই ধরণের সহানুভূতি যেন করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

দুটি আলাদা ঘটনায় দুবাই পুলিশ ইতোমধ্যে দুই নারীকে ৬০ হাজার ও ৩০ হাজার দিরহামসহ আটক করেছে যারা পর্যটন ভিসায় সেখানে গিয়েছেন।ওই নারীদের মধ্যে একজন আছেন যিনি সহানুভূতি পাওয়ার জন্য তার শিশু সন্তানকে ব্যবহার করে আসছে। এভাবে হাজার হাজার দিরহাম ভিক্ষা করেছেন তারা। অথচে এই দুই নারীই আমিরাতে যান পর্যটন ভিসায়।

দুবাই পুলিশ জানিয়েছে, তারা যেসব ভিক্ষুককে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ৯৯ শতাংশই ভিক্ষাকে নিজেদের পেশা হিসেবে দেখেন।পবিত্র রমজান মাস শুরু হলে ভিক্ষুকদের সংখ্যা অনেক হারে  বৃদ্ধি পায়। কিন্তু তাদের বেশিরভাগই কিন্তু বাস্তবে ভিক্ষুক নন। মানুষের সঙ্গে  প্রতিনিয়ত প্রতারণা করে অর্থ উপার্জনের জন্য তারা ভিক্ষুক সাজেন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles