সর্বশেষ

31.4 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

টপ নিউজ ডেক্স: শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজনৈতিক দলগুলোকে । শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া শোভনীয় নয় যেটায় শিক্ষার্থীদের ক্ষতি হয়। আমার দাবি থাকবে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয় যেকোনো দলের কোনো কর্মসূচির কারণে, দলগুলোর তা বিবেচনা করা।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে যেকোনো রাজনীতির চেষ্টা করলে অপরাজনীতি হবে সেটা। আমরা আশা করব যেন আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি না হয় কোনো কর্মসূচির কারণে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন হতে পারে আগামী জানুয়ারিতে। সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়  আমরা মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন ৩০ নভেম্বরের আগে শেষ করতে চাই। এসব ঘোষণা দেওয়া হয়েছে ইতোমধ্যে। তাই আপনারা বিবেচনা নেবেন বিষয়টি।  

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles