সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

শুরু হলো মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

টপ নিউজ ডেস্কঃ পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছেকক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের। এতে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এই উৎপাদন শুরু হয় আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় পরীক্ষামূলক। 

এই তথ্য নিশ্চিত করেছেন মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে ৫ হাজার টন কয়লা প্রয়োজন হবে বিদ্যুৎকেন্দ্রটিতে। এখন পর্যন্ত কয়লা সংরক্ষণ করা হয়েছে ২ লাখ টন। আগামী ৭ আগস্ট আরও একটি জাহাজ ৬৫ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটি এলাকায় পৌঁছাবে।

তথ্য বলছে, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিট থেকে ৬০০ মেগাওয়াট এবং দ্বিতীয়টি থেকেও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।]

প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে জাপানের উন্নয়ন সংস্থা ‘জাইকার’ সহায়তার বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। ৭ বছর মেয়াদে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাইকার অর্থায়নে সহযোগিতা করছে জাপানের সুমিতোমো, তোশিবা এবং আইএইচআই কোম্পানির কনসোর্টিয়াম।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles