সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাজশাহীতে পালিত হলো ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস

টপ নিউজ ডেস্কঃ আজ ৯ জুন (শুক্রবার) ১২৩তম মহান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস। আজকের এই দিনে সাম্রজ্যবাদী বৃটিশ শাসকদের অন্যায় শাসন ও শোষণের বিরুদ্ধে অবিভক্ত পরাধীন ভারতবর্ষে ন্যায্য স্বাধীনতার আন্দোলন করতে করতে মহান নেতা বিরসা মুন্ডা অত্মত্যাগ করে করেন।

শুক্রবার (৯জুন) মহান এই দিবসটিকে স্মরণ করে মহান বিরসা মুন্ডার ১২৩তম আত্মত্যাগ দিবস উপলক্ষ্যে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ও উদ্যোগে বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়। সিসিবিভিও-রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী কর্মসূচীটিতে সহয়তা করে।

এই কর্মসূচীর আওতায় দিবসটি পালিত হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট ও রাজাবাড়ীহাটে। এতে অংশগ্রহণ করেন ৫০টি রক্ষাগোলা সংগঠনের কয়েক শতাধীক নেতা-নেত্রী ও সদস্য। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি শেষে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়েজন করা হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles