সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাজশাহীতে শুরু হয়েছে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব

টপ নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১৩ অক্টোবর)শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।

প্রতি বছরের ন্যায় এবারো ভক্তদের ঢল নেমেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি মন্দিরে। দেশের দূর-দূরান্ত হতেই দুই দিন আগে হতেই ভক্তরা এসে নিজ নিজ থাকার জায়গা করে নিয়েছে। গোরাঙ্গবাড়ীর নির্ধারিত জায়গায় ছাড়িয়ে রাস্তার দুইপাশে বিভিন্ন পসরার দোকান সাজিয়ে জমে উঠেছে খেতুর ধামের মহোৎসব।

সকাল থেকে লক্ষ্য দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা দূর হতে বাস- মাইক্রো , ভ্যানযোগে প্রয়োজনীয় সরাঞ্জমাদি নিয়ে আসছে। সব মিলিয়ে মহোৎসবের প্রথমদিন জমে উঠেছিল বেশ। তবে মাঝে মধ্যে আকাশ মেঘাছন্ন আকাশের দেখা পাওয়াতে কিছুটা বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উৎসবে।

এদিকে, আইন-শৃঙ্খলাবাহিনী সেখানে সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্বে সর্তক অবস্থায় রয়েছে। অনুষ্ঠানটিকে সফলতার সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

ভক্তদের মতে, ঠাকুর নরোত্তম দাস হচ্ছেন প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক। তিনদিনের অনুষ্ঠানমালা শুরু হয়, প্রথমদিন সন্ধ্যায়, শুভ অধিবাসের মধ্যে দিয়ে। আজ (১৪ অক্টোবর) অরুণোদয় হতে অষ্ট প্রহরব্যাপী তারক গ্রক্ষ্মনাম সংকীর্ত্তন এবং ১৫ অক্টোবর রবিবার প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Read in English

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles