সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাজশাহীতে সাংবাদিককে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ রাজশাহীর বিএমডিএ’র কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত যিনিই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আনা হবে। ছাড় দেওয়া হবে না কাউকে। আজ মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি রাজশাহী পুলিশ লাইন্সে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ উদ্বোধনকালে এসব কথা বলেন।

গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর রাজশাহীর বিএমডিএ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন সাময়িক বহিস্কার করা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এ নিয়ে আসামি গ্রেপ্তারের জন্য রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

আজ মঙ্গলবার সেই আল্টিমেটামের সময় শেষ হওয়ার পরে সাংবাদিকরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

এসময় মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ছাড় দেওয়া হবে না কাউকেই। আইনের আওতায় আনা হবে সবাইকে।

এ সময় সেখানে জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles