সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

শিক্ষকদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন:

নিজস্ব প্রতিবেদক, শাহাদাত হোসাইনঃ রাজশাহী কলেজিয়েট স্কুলের ৬ জন শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার (১২ই মার্চ) বেলা ১১টার সময় কলেজিয়েট স্কুলের সামনে এক মানববন্ধনের  আয়োজন করে। মানববন্ধনটি পরে মিছিল আকারে বের হয়ে শহরের মণিচত্তর থেকে শুরু হয়ে আলুপট্টি মোড় ঘুরে আবারও স্কুলের সামনে এসে শেষ হয় ।

শিক্ষার্থীরা দাবি করেন,তাদের প্রিয় শিক্ষকদের নামে বদলির যে আদেশ এসেছে তা তারা মানেননা। এই কারণে আজকে ক্লাস বাদ দিয়ে রাস্তায় নেমেছেন। কারণ হিসেবে তারা আরো উল্লেখ করেন যে, যাদের নামে বদলির আদেশ এসেছে তাদের চাকরির মেয়াদ ৬মাস বা তার কিছু বেশি রয়েছে। এমতাবস্থায় তারা তাদের প্রিয় শিক্ষকদের প্রত্যান্ত জায়গায় যেতে দিতে নারাজ। তারা এই ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হলে  পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের অনুরোধে শিক্ষার্থীরা স্কুলে ফেরত যায়।

উল্লেখ্য যে, রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ২০০ জন শিক্ষককে ভোলা ,বান্দরবান,ও নোয়াখালীর বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles