সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সংস্কারের অভাবে জরাজীর্ণ ঐতিহাসিক ‘নারী মসজিদ’

টপ নিউজ ডেস্ক: সচারচর চোখে পড়ে না শুধু নারীদের নামাজের জন্য আলাদা মসজিদ নির্মাণের ঘটনা। তবে রাজশাহীর বাঘা উপজেলায় দেখা মিলবে এমন একটি মসজিদের, শুধু নারীরাই যেখানে নামাজ আদায় করেন। তাই ‘নারী মসজিদ’ রাখা হয়েছে মসজিদটির নামও। প্রায় ৫০০ বছর আগে কোনো এক সময় মসজিদটির মোতাওয়াল্লি রইশ পরিবার ও এলাকার পর্দানশীন নারীদের জন্য নির্মাণ করা হয় এই মসজিদ।

এখন শুধুই অযত্ন-অবহেলার ছাপ কয়েকশ বছরের ঐতিহ্যের সাক্ষী হিসেবে টিকে থাকা নারী মসজিদের শৈল্পিক স্থাপনাজুড়ে। ঐতিহ্যবাহী মুসলিম সভ্যতার প্রাচীন বর্তমানে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই নিদর্শনটি। দর্শনার্থীদের কেউ কেউ এখনো নামাজ আদায় করেন জরাজীর্ণ মসজিদটিতে।

সংশ্লিষ্টদের দাবি— ১৫২৩ থেকে ১৫২৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাঘা মসজিদ। তৎকালীন সময়ে নির্মিত হয় নারী মসজিদটিও। বর্তমানে মসজিদটির বয়স প্রায় ৫০০ বছর সেই হিসেবে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles