সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধনের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সম্মানের সঙ্গে সবাইকে বাঁচার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে।

তিনি বলেন, আমরা এই পেনশন স্কিম শোকের মাসেই উদ্বোধন করছি। কারণ আমার পিতা হয়তো দেখবেন এবং খুশি হবেন। তার প্রিয় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চালু করছি সর্বজনীন পেনশন। এতে অর্থনৈতিক সুরক্ষা থাকবে তাদের এবং হাত পাততে হবে না কারও কাছে।

সর্বজনীন পেনশনের ফলে দূর হবে বৈষম্য উল্লেখ করে তিনি বলেন, বৃদ্ধ বয়সে অনেকে বোঝা হয়ে যান পরিবারের কাছেই। পরিবারের কাছে যেন মূল্য থাকে, কেউ যেন বোঝা হয়ে না যান, তাতে ভূমিকা রাখবে এই কর্মসূচি। হাত পাততে হবে না বৃদ্ধ বয়সে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles