সর্বশেষ

34.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সরকার অবৈধ মজুতবিরোধী অভিযান জোরদার করবে : খাদ্যমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ধান চালের অবৈধ মজুতবিরোধী অভিযান জোরদার করবে।

রোববার দুপুরে তিনি সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে ভালো ধান উৎপাদন হয়েছে।  খাদ্য মজুতও ভালো আমাদের। প্রচুর সরবরাহ আছে বাজারে। তবে প্রতিনিয়ত চালের দাম বাড়ছে মিলাররা প্রতিযোগিতা করে ধান কেনায়। খাদ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে এ অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে।

তিনি আরো বলেন, এরইমধ্যে পাস হয়েছে মজুতবিরোধী আইন। মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে দ্রুত বিধি প্রণয়ন করে। খাদ্যের অভাব নেই আমাদের দেশে। সরকারেরর নির্বাচনী ইশতেহারে রয়েছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনা। খাদ্য মন্ত্রণালয় নতুন কর্ম কৌশল প্রণয়ন করবে এটা বাস্তবায়নে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্বিতীয় মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায়।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles