সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সাকরাইনে মজেছে পুরান ঢাকাবাসী, আকাশে উড়ছে রং-বেরঙের ঘুড়ি

টপ নিউজ ডেস্ক: সাকরাইন উৎসব বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর একটি। মূলত পৌষসংক্রান্তি নামেও পরিচিত এটি। তবে পুরান ঢাকায় এটি সবার কাছে বেশি পরিচিত ঘুড়ি উৎসব নামেই। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার আকাশজুড়ে শীতের বিকেলে উড়ছে নানান রঙের ঘুড়ি। আজ পুরান ঢাকাবাসী ঘুড়িতে ঘুড়িতে কাটাকাটি খেলায় ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনায় মেতেছে।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকাবাসী সারাদিন আকাশে নানান রঙের হাজার হাজার ঘুড়ি উড়িয়েছেন। ছোট থেকে বড় সবাই সারাদিন পঙ্খীরাজ, চোখদার, বোয়াদার, গায়েল, নাখপান্দার, নোমাইলদার, বলদার, পেটকাদার, মাছরাঙা, টেকা, গরুশিং, রগগুড্ডি ও প্লাস্টিক ঘুড়িসহ নানা নামের ঘুড়ি নিয়ে শখের বশে ঘুড়ি উড়িয়েছেন।

জানা যায়, বর্তমানে সাকরাইন একটি উৎসব ও আমেজে পরিণত হয়েছে ১৭৪০ সালের দিকে মুঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঘুড়ি ওড়ানোর দিনকে কেন্দ্র করে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles