সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সিরিজ জিততে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

টপ নিউজ ডেস্ক: প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর লক্ষ্যে আজ ৩য় ম্যাচে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছিল। এমন সিদ্ধান্ত কতটা সঠিক, সেটি জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশের ইনিংস শেষ হওয়া পর্যন্ত।

যদিও টাইগারদের অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে প্রথমে ব্যাট করা বড় স্কোর গড়েছে লংকানরা। টি-টোয়েন্টিতে কুশল মেন্ডিস (৮৬ রান) খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তার দুর্দান্ত ইনিংসে ভর করে সফরকারীরা ৭ উইকেটে ১৭৪ রান তুলেছে নির্ধারিত ২০ ওভারে।

অবশ্য ডেথ ওভারে বাংলাদেশের ছিল দারুণ বোলিং। ফলে বেশিদূর যেতে পারেনি দুইশ রানের দিকে ছোটা লংকানরা। শেষ ৫ ওভারে তারা মাত্র ৩৯ রান তুলতে পারে। এর পেছনে ১৬ ও ১৭তম ওভারের অবদান ছিল। দুই ওভারে যথাক্রমে ৩ ও ২ রান দেন রিশাদ হোসেন ও তাসকিন।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতে নাজমুল হোসেন শান্ত আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ধাক্কা খায় পাওয়ারপ্লেতে প্রথম উইকেট হারিয়ে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles