সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

বিশ্ববাজারে টানা ৭ মাস ধরে খাদ্যের দাম কমছে

টপ নিউজ ডেস্ক: জাতিসংঘ গত ফেব্রুয়ারি মাসকে হিসেবে ধরে জানিয়েছে, টানা ৭ মাসেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে অব্যাহত রয়েছে খাদ্যপণ্যের দাম হ্রাস। শুক্রবার বৈশ্বিক এই সংস্থার খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার বিশ্লেষণে ১৯৬২ সাল থেকে ফাও একটি বৈশ্বিক সূচক ব্যবহার করে আসছে। সেই সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, শতকরা হিসেবে সব খাদ্যপণ্যের গড় দাম গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে দশমিক ৯ শতাংশ কমেছে।

শুক্রবারের বিবৃতিতে ফাও জানিয়েছে, ২০২৩ সালের জুলাই মাস থেকে বিশ্ববাজারে কমা শুরু হয়েছে খাদ্যের দাম এবং ফেব্রয়ারি মাসকে হিসেবে ধরা হলে গত সাত মাসে দাম কমেছে ভোজ্য তেলের ১১ শতাংশ, দুধ ও দুগ্ধজাত পণ্যের ১৩ দশমিক ৪ শতাংশ এবং মাংসের দশমিক ৮ শতাংশ।

তবে বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমলেও চিনির দাম বেড়েছে। ফাও সূচকের তথ্য অনুযায়ী, গত সাত মাসে বিশ্ববাজারে চিনির দাম ১২ শতাংশ বেড়েছে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles