সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সুপ্রিম কোর্ট বারের ভোট গণনা শুরু হলো ৪৪ ঘণ্টা পর

টপ নিউজ ডেস্ক: ভোটগ্রহণের ৪৪ ঘণ্টা পর অবশেষে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনের ভোট গণনা। শনিবার বিকেল ৩টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট গণনা শুরু করেন। এরপর ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটলে অনিশ্চয়তা দেখা দেয় নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে। পরে ওই ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয় ২০ জনের নাম উল্লেখ করে। ওই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে হত্যাচেষ্টার অভিযোগে।

মামলাটি করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে। অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে এতে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ২ নম্বর আসামি করা হয়েছে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles