সর্বশেষ

39.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

২৬ জন পর্যটক নিয়ে নৌকাডুবি; উদ্ধার ৯

টপ নিউজ ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোকাইদো দ্বীপে ২৬ জন পর্যটক নিয়ে নিখোঁজ হয়েছে একটি নৌকা। শনিবার(২৩ এপ্রিল) ডুবে যাওয়ার আগে বিপদ সংকেত পাঠিয়েছিল ওই নৌকা থেকে। কিন্তু এরপর আর সন্ধান মেলেনি নৌকাটির। এরপরে কোস্টগার্ডের চেষ্টায় নিখোঁজ ২৬ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে অচেতন অবস্থায় ছিল ও বাকি পাঁচ জন জীবিত না মৃত তা জানা যায়নি।

নৌকাটি যেখানে ডুবেছে সেটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান। সেই এলাকায় পাথর, তিমি ও সিংহের পাশাপাশি ভাল্লুক দেখতে নৌকা ভ্রমণে যান পর্যটকেরা।

পর্যটকবাহী কাজু-১ নৌকাতে দুই ক্রু এবং দুই শিশু ছিল। এই বিষয়ে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন এবং পর্যটনমন্ত্রী তেতসুও সাইতো ২৩ এপ্রিল (শনিবার) গভীর রাতে সাংবাদিকদের বলেন, বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে কোস্টগার্ডের বোটগুলো ঘটনাস্থলে পৌঁছেছিল। 

কোস্ট গার্ডদের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নেমেছিল সামরিক বিমান, পুলিশ এবং ডুবুরিরা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles