সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

৫১ শতাংশ অগ্রগতি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজে

টপ নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটের কাজের গড় অগ্রগতি হয়েছে ৫১.৫০ শতাংশ । প্রথম ইউনিটের সার্বিক কাজের অগ্রগতি ৭০ শতাংশ আর দ্বিতীয় ইউনিটে ৪৫ শতাংশ অগ্রগতি হয়েছে । এ প্রকল্পে এখন পর্যন্ত ৫৫ হাজার ৭১৮ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পিডি ভবনে এ তথ্য জানানো হয় সাংবাদিকদের সঙ্গে হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতবিনিময় সভায় ।এর আগে রূপপুর প্রকল্প নির্মাণ কার্যক্রমের অগ্রগতি দুদিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করেছে মো. আব্দুস শহীদ একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতিসহ ১০ সদস্যের দল। পরিদর্শন শেষে কমিটির সভাপতি প্রকল্পের সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ প্রকল্পের কাজ হয়েছে স্বচ্ছভাবে । রূপপুর বিদ্যুৎ প্রকল্প এগোচ্ছে সঠিক পথে ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles