সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম কমাচ্ছে সৌদি

টপ নিউজ ডেক্স: বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশ সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে তার এশীয় ক্রেতাদের কাছে কম দামে তেল বিক্রির। চলতি বছর জুন মাস থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সৌদির তেল ‍উত্তোলন ও বিপননকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকো।

মার্কিন সংবাদামধ্যম ব্লুমবার্গের প্রশ্ন দাম কী পরিমাণ কমানো হতে পারে—  উত্তরে আরামকোর এক জেষ্ঠ্য কর্মকর্তার জানান, আগামী জুন মাস থেকে এশীয় ক্রেতাদের কাছে দেশটির সরকার প্রতি ব্যারেল তেলের বিক্রয়মূল্য ২ দশমিক ৫৫ ডলার হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।

তবে কেবল এশিয়ার ক্রেতারা এই সুবিধা ভোগ করবে। ইউরোপ-যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ওপর প্রযোজ্য হবে না মূল্যছাড়ের এই সুবিধা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

১৫৯ লিটার পরিমাণ তরল বস্তুকে ধরা হয় এক ব্যারেল হিসেবে। আন্তর্জাতিক সৌদির জ্বালানি তেল পরিচিত আরব লাইট গ্রেড নামে। বিশ্ববাজারে সৌদি আরব প্রতিদিন যে পরিমাণ তেল বিক্রি করে, এশিয়ার বিভিন্ন দেশ তার ৬০ শতাংশের ক্রেতা। সৌদি তেলে সবচেয়ে বড় কয়েকটি ক্রেতাদেশ জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভারত।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles