সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

এসএসসি পরীক্ষার ফল : পাসের হার ও জিপিএ-৫ কমলেও ‘এটাই স্বাভাবিক’ বললেন শিক্ষামন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আজ শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফল। এবার পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন  ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ ৫ সংখ্যা। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। তবে এ ফলাফলকেই ‘স্বাভাবিক ফলাফল’ বলে মনে করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরো পড়ুনঃ কীভাবে জানা যাবে এসএসসির ফল?

তার মতে, করোনার পূর্বের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় পাসের হার ও জিপিএ-৫ দুটি এমন ছিল। শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাস ও কম বিষয়ে পরীক্ষা হয়েছিল। তাই এক ধরনের সুবিধাও পেয়েছিল শিক্ষার্থীরা। যেটা চলতি বছর ছিল না। তাই পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এর আগে আজ সকালে গণভবনে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles