সর্বশেষ

39.3 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

কৃষক ১৮ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিয়ে পূণ্যের কাজ করেন : আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদনঃ কৃষক ১৮ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিয়ে পূণ্যের কাজ করেন বলে মন্তব্য করেছেন রাজশাহী এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন রাজশাহী এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী
বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন রাজশাহী এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী

আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে গ্রীষ্মকালীন নাবী পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যদি কৃষিতে মনোযোগী হন; একটু যদি চিন্তা করেন কোন ফসলটা করলে আপনার লাভ হবে এবং যদি আপনার অন্তরের ভালোবাসা দিয়ে কৃষিকাজটি করেন; তাহলে শুধু আপনার সংসারের উপকার হবে না। সংসারের উপকারের সাথে এই দেশের উন্নয়নে আপনার দক্ষ হাত কাজ করবে।

কৃষকদের মাঝে বিতরণের জন্য বীজ ও সার
কৃষকদের মাঝে বিতরণের জন্য বীজ ও সার

কৃষিতে স্বয়ংসম্পূর্ণ দেশে আমদানি ব্যয় হ্রাস পায় উল্লেখ করে তিনি বলেন, বিদেশী টাকা মানে ডলার খরচ বন্ধ হবে। তারমানে আপনারা দেশের জিডিপিতে আপনার অবদান রাখলেন।… আপনারা যারা সম্মানিত কৃষক ১৮ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিয়ে পূণ্যের কাজ করেন। আপনারাই দেশের সত্যিকারের আলোকিত মানুষ।

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী

এসময় ৫২০ জন কৃষকের মাঝে ৪৬,৮০,০০০ টাকা বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, ১ প্যাকেট হাদাক, ১ বোতল জাদীদ, ৬ কেজি ভার্মি কম্পোজিট ও ২৮০০ টাকাসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles