সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

চাদে স্বর্ণখনিতে ১০০ শ্রমিক নিহত

টপ নিউজ ডেস্কঃ মধ্য আফিকার দেশ চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছে ভয়াবহ সংঘর্ষে , কমপক্ষে ৪০ জন আহত হয়েছে । সোমবার (৩০ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম এ তথ্য জানিয়েছেন ।

বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনার সূত্রপাত হয় ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ।

এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম দুই শ্রমিকের তর্ক থেকে । তিনি জানান, ওই সংঘাতে এখন পর্যন্ত অন্তত নিহত হয়েছে ১০০ জন শ্রমিক। ঘটনাস্থল রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে একটি অসম মধ্য সাহারার ও কার্যত আইনহীন এলাকা তিবেস্তি পর্বতমালা।

চাদের প্রতিরক্ষামন্ত্রী এএফপি-কে ফোনে ঘটনাস্থল থেকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক করা হয়েছে সামরিক বাহিনী মোতায়েন । তিনি বলেন, এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে আগেও সংঘর্ষ হয়েছে শ্রমিকদের মধ্যে । আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বর্ণখনির কাজ বন্ধ রাখার ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles